নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ হোটেল ব্যবসায়ী এক প্রৌঢ়ের সাথে মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে জানতে পেরে প্রৌঢ়কে ধারালো অস্ত্র দিয়ে কোপাল ছেলে। নদীয়ার শান্তিপুরের বাইগাছি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গতকাল হোটেল ব্যবসায়ী কল্যাণবাবু হোটেল থেকে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় পথে সায়ন্তন সাহা কল্যাণবাবুকে দাঁড় করিয়ে দা দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে ওই এলাকা থেকে পালিয়ে যান। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে শান্তিপুর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কল্যাণবাবু হাতে ও মাথায় মোট ১৮ টি সেলাই পড়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereকল্যাণের স্ত্রী তুলি গুহ জানান, ‘‘দীর্ঘ ১৩ বছর থেকে কল্যাণবাবুর পাড়ারই মিঠু সাহা নামে এক গৃহবধূর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি মিঠু দেবীর স্বামীর মৃত্যু হওয়ায় ওই সম্পর্ক আরো দৃঢ় হয়। এমনকি কল্যাণবাবুকে কাজে লাগিয়ে দু’জনে বিয়ে করতেও উদ্যত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Hereএই জন্য ছেলে-মেয়েরা রাস্তায় মাথা উঁচু করে যাতায়াত করতে পারে না। এই সম্পর্কটাই ওই মহিলার ছেলে মেনে নিতে না পারায় ওই ঘটনা ঘটিয়েছে। আপাতত পুলিশের কাছে গোটা বিষয়টি জানিয়ে শাস্তির দাবী জানানো হয়েছে।’’