নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার শান্তিপুরের এক অনুষ্ঠান বাড়িতে রাঁধুনী মাংস রান্না করার সময় নুনের পরিবর্তে কস্টিক সোডা দিয়ে ফেলায় রাসায়নিক যুক্ত রান্না হওয়া সেই মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়লেন মোট আট জন অতিথি। অসুস্থদের মধ্যে চার জন শিশু সহ তিন জন মহিলা ও একজন পুরুষ ছিলেন।
এরপর গুরুতর অসুস্থদের দ্রুত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে তিন জনের অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
উল্লেখ্য, কস্টিক সোডা দেখতে অবিকল নুনের মতো এবং গন্ধহীন। কিন্তু তীব্র ক্ষার জাতীয় রাসায়নিক। তবে কস্টিক সোডার জলীয় দ্রবণ পিচ্ছিল ধরনের। যা মানব দেহের সংস্পর্শে এলে ক্ষত তৈরী হতে পারে। এটি সাধারণত কাগজ, সাবান, কৃত্রিম রেশম ও সোডিয়াম ধাতু তৈরীতে ব্যবহার করা হয়। এই সোডা অ্যাসিডের সাথে বিক্রিয়ায় জল এবং লবণ তৈরী হয়।