নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ দীর্ঘ দিন থেকেই মুর্শিদাবাদের ফারাক্কার গঙ্গায় বেশ কিছু ডলফিন রয়েছে। আর মাঝের মধ্যেই ভেসে উঠতে দেখা যায়। গতকাল এলাকার জেলেরা গঙ্গায় মাছ ধরতে গিয়ে একটি ডলফিনকে বেনিয়াগ্রামের কাছে নিস্তেজ অবস্থায় জলে ভাসতে দেখে গঙ্গার পাড়ে নিয়ে আসেন।
এরপর রাজ্য বন দপ্তরকে খবর দেওয়া হলে বন আধিকারিকরা এসে উপস্থিত হন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ডলফিনটি লম্বায় ৯ ফুট ২ ইঞ্চি। গলা ৪ ফুট। ওজন ১৩৩ কিলো ১৫০ গ্রাম। গায়ে কোনোরকম আঘাতের চিহ্ন নেই। এদিনই ফারাক্কায় প্রাণী সম্পদ দপ্তরে ডলফিনটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Here
বন দপ্তরের বিশেষজ্ঞদের মতে, “গাঙ্গেয় ডলফিন অন্ধ হয়। এই ডলফিনরা আলট্রা সোনিক ইকোর সাহায্যে শিকার ধরে। এছাড়া মাঝে মধ্যেই জল থেকে ভেসে ওঠে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।” কিন্তু এর আগে কোনোদিনও ফরাক্কায় ডলফিনের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসেনি।
Sponsored Ads
Display Your Ads Here