নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলমিজোড় এলাকায় বিদ্যালয় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলো পঞ্চম শ্রেণীর নাতাসা পোড়িয়া নামের এক ছাত্রীর। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন পড়ুয়া। প্রত্যেকেই নাতাসা ব্রাক্ষ্মণ বসান উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো দশ বছর বয়সী ওই ছাত্রী গর্তে ভরা রাস্তা দিয়েই সাইকেল চড়ে বিদ্যালয় যাচ্ছিল। আচমকাই উল্টো দিক থেকে আসা একটি মেশিন ট্রলি বেপরোয়া গতিতে ওই ছাত্রীর ঘাড়ে এসে পড়তেই চারিদিকে রক্তে ভেসে যায়। এরপর তড়িঘড়ি ওই ছাত্রীকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

- Sponsored -
এই ঘটনায় মৃতের পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারপর ক্ষোভের বশে ওই ছাত্রীর পরিবার ও এলাকার বাসিন্দারা রাস্তায় বাঁশ এবং টায়ার ফেলে পথ অবরোধ করেন। দাসপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসতেই এলাকার বাসিন্দারা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন।
এরপর পুলিশ ধীরে ধীরে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই ঘাতক ট্রলিটি ও তার চালককে আটক করেছেন।