মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল সন্ধ্যেবেলা উত্তর চব্বিশ পরগণার ইছাপুরের নতুনপল্লি এলাকায় ৭১ বছরের এক জন বৃদ্ধাকে খুন করার ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত বৃদ্ধা সিক্তা চট্টোপাধ্যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিক্তা দেবীর মেয়ে পুণেতে থাকায় বাড়িতে একাই থাকতেন। গতকাল সন্ধ্যেবেলা পাড়াপড়শিরা দেখেন, ঘরের দরজা খোলা পড়ে রয়েছে। এরপর তারা দ্রুত ছুটে এসে ওই বৃদ্ধাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখার পাশাপাশি ঘরের আলমারিও খোলা দেখেন।
তারপর পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করতে গেলে এলাকার বাসিন্দারা মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সিক্তা দেবীর বাড়িতে পরিচিত কেউ চুরি করতে এসে কিছু না পেয়েই নৃশংস ভাবে এই খুন করেছে।
তবে এর আগেও সিক্তা দেবীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আপাতত পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে বাবু, পিন্টু ও ছোটকা নামে তিন জনকে গ্রেপ্তার করেছেন। যদিও পরে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।