নয়া দিল্লিঃ নিজস্ব সংবাদদাতাঃ একটি বেসরকারী মেডিকেল কলেজের ৭৮ জন পড়ুয়া মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজে পরীক্ষা দিতে বসেছিলেন। কিন্তু পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীর অভিনব পদ্ধতিতে নকল করার ঘটনায় তাজ্জব সকলে।
কলেজ সূত্রে জানা যায়, বাইরে থেকে আসা পরীক্ষকদের পরীক্ষার্থীদের মধ্যে একজনকে দেখে সন্দেহ হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই প্যান্টের পকেট থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়, যা ব্লুটুথের মাধ্যমে একটি হেডফোনের সাথে যুক্ত ছিল।
তবে প্রাথমিক ভাবে ওই পরীক্ষার্থীর কাছ থেকে কোনো হেডফোন উদ্ধার করা যায়নি। বেশ খানিকক্ষণ পর একজন পরীক্ষক ওই পরীক্ষার্থীর কানে দেহের চামড়ার রঙের ব্লুটুথ হেডফোনটি দেখতে পান। তারপর জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে যে, ওই পরীক্ষার্থী এক জন ইএনটি বিশেষজ্ঞের সাহায্যে অস্ত্রোপচারের মাধ্যমে কানে হেডফোনটি লাগিয়েছে।
ওই পরীক্ষার্থীর পাশাপাশি অপর এক জন পরীক্ষার্থী নকল করতে গিয়ে ধরা পড়ে। আর তার কাছ থেকেও ব্লুটুথ ডিভাইস পাওয়া যায়। এরপর পরীক্ষকরা সব ডিভাইস বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্যে পাঠিয়ে দিয়ে ঘটনাটির তদন্ত করার জন্য একটি অন্তর্বর্তী কমিটিও গঠন করা হয়েছে।
এই তদন্তের রিপোর্ট হাতে আসার পরই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে ওই দুই জন পরীক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানানো হবে কি না।