অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল উত্তর কলকাতার পোস্তা এলাকার ৩১ নম্বর শিবতলা স্ট্রিটে নিজের গদিতেই খুন হয়েছেন ৬২ বছর বয়সী দিলীপ গুপ্ত নামে এক জন স্বর্ণ ব্যবসায়ী। এই রহস্যজনক মৃত্যু কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, দিলীপবাবু ব্যবসার কাজে বেঙ্গালুরুতেই থাকতেন। কিন্তু অবসরের পরে কলকাতায় ফিরে প্রায় দু’বছর থেকে জামাইয়ের সঙ্গে সোনার কারবার শুরু করেছিলেন। আর বাড়ি আলিপুর এলাকায় থাকায় প্রতি দিন সেখান থেকেই পোস্তায় আসতেন। তবে গতকাল ছুটির দিন থাকা সত্ত্বেও সপরিবার নিয়ে পোস্তায় এসেছিলেন।
পুলিশ এই খুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তবে এই মৃত্যু কিভাবে হলো আর কেনই বা হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আপাতত পুলিশ দিলীপবাবুর মেয়ে-জামাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে।