নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ দিনাজপুরঃ গতকাল দক্ষিণ দিনাজপুরের তপনের মদনাহার এলাকায় আবগারি দপ্তরের কর্মীরা অভিযান চালানোর সময় গ্রামবাসীদের সাথে কথা না বলেই একাধিক ঘর-বাড়ি ভাঙচুর করে দেয় বলে অভিযোগ ওঠে।
এমনকি একটি বাড়ির ভিতরে ১৩ বছর বয়সী এক নাবালিকা ছিল। কিন্তু পুলিশের বেপরোয়াভাবে লাঠি নিয়ে ভাঙচুরের সময়ে ওই নাবালিকার পায়ে লাঠির আঘাত পড়ে পায়ের হাড় ভেঙে দু’টুকরো হয়ে যায়। এই ঘটনার জেরে গোটা এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার জেরে যান চলাচলও বন্ধ হয়ে যায়। তপন থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। তবে পুলিশী হস্তক্ষেপে দুপুর প্রায় ৩ টে নাগাদ এই অবরোধ উঠে যায়।
যদিও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এখনো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু এখনো অবধি এই ঘটনায় আবগারি দপ্তরের কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।