চয়ন রায়ঃ কলকাতাঃ রাশিয়া-ইউক্রেনের সামরিক সংঘাতের প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়েছে। আর এর সাথে তালে তাল মিলিয়ে সোনার দাম বেড়ে চলেছে। তবে শুধু ভারতের বাজারেই নয় সোনার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে।
গত মঙ্গলবার কলকাতায় ২৪ ক্যারাট অর্থাৎ ১০ গ্রাম সোনার প্রতি দর ৫১ হাজার ১৫০ টাকা ছিল। এর সঙ্গে জিএসটি যোগ করে সোনার দাম প্রায় ৫৩ হাজার টাকা হয়েছিল। তবে গতকাল সোনার দাম সামান্য কমেছিল।
কিন্তু এদিন ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হতেই এমসিএক্স (মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ) এ ১০ গ্রাম প্রতি সোনার দাম প্রায় ১ হাজার ৪০০ টাকা বেড়ে গিয়েছে। যেখানে এক সপ্তাহ আগে ১০ গ্রাম প্রতি সোনার দাম ৪৯ হাজার ৯৭০ টাকা ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, গত এক বছরে এক দিনে এতটা দাম বেড়ে যায়নি। কিন্তু ইউক্রেনে সংঘাতের পরিবেশ যত দিন বজায় থাকবে তত দিন সোনার দাম বাড়তেই থাকবে। এদিকে বিনিয়োগকারীরা বিশ্বের সর্বত্রই পুঁজি ঢালার জন্য সোনাকে আঁকড়ে ধরেন। তবে সোনার দাম বাড়তে থাকায় ক্রেতা-বিক্রেতারা সমস্যায় পড়েছেন। অন্যদিকে বিনিয়োগকারীরা তুলনায় বেশী লাভ পাচ্ছেন।
তাই অনেক বেশী বিনিয়োগকারী সোনায় ভরসা করায় চাহিদার তুলনায় সোনার জোগান কমে যাচ্ছে। এর প্রভাবে এখন বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের বেশী টাকা গুনতে হবে।
এছাড়া এই যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারেও বড়ো প্রভাব আসতে চলেছে। কারণ তেল উৎপাদনে রাশিয়া তৃতীয় বৃহত্তম দেশ। তাই উৎপাদন ধাক্কা খেলে তেলের জোগান তলানিতে ঠেকবে।