অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পূর্ব বাংলাদেশে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের কারণে এই বৃষ্টিপাত হতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।
 
এছাড়া আজ বিকেলবেলা থেকে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ আরো বেড়ে যাবে।
Sponsored Ads
Display Your Ads Here 
এদিকে বুধবার রাতেরবেলা থেকে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়ায় এদিন হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও বৃষ্টি সহ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আর আবহবিদদের মতে, এরই প্রভাব বঙ্গে আছড়ে পড়তে পারে।
Sponsored Ads
Display Your Ads Here 
এদিন সকাল থেকে শহর থেকে শহরতলি কুয়াশাচ্ছন্ন ও হালকা মেঘে ঢাকা। এদিন কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ ডিগ্রী সেলসিয়াসের আশপাশে থাকতে পারে যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রী কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রী থাকতে পারে। যা স্বাভাবিক।
Sponsored Ads
Display Your Ads Here 
				
 
				 
								 
															













