নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘদিনের সম্পর্কের পর প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে গেলে প্রেমিক বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু ওই যুবকের বাবা ছেলেকে খুঁজে আনবে বলে গর্ভবতী ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন। এমনকি ওই নাবালিকা মা হওয়ার পরেও অভিযুক্ত জোর করে যৌনসম্পর্ক করত। রাজস্থানের রাজধানী জয়পুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ বছর বয়সে নির্যাতিতা ওই নাবালিকা ২০২০ সালের আগস্ট মাসে থানায় অভিযোগ করেছে যে, ওই নাবালিকার রনি রাজোনিয়া নামে এক যুবকের সাথে প্রণ্যের সম্পর্ক লিপ্ত হয়। কিন্তু ২০১৯ সালের ১৭ ই নভেম্বর আচমকাই রনি বাড়ি থেকে উধাও হয়ে যায়।
তখন সে অন্তঃসত্ত্বা। এরপর রনির মা-বাবা ছেলেকে খুঁজে বের করে দু’জনকে বিয়ে দেবে বলে বাড়িতে থাকতে দেন। তারপর দিনের পর দিন রনির বাবা যৌন নির্যাতন চালায়। এমনকি সন্তান হওয়ার পরেও জোর করে যৌন সম্পর্ক করতে থাকেন। এর পাশাপাশি ওই ব্যক্তি ওই নাবালিকার এক জন বান্ধবীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করতেন।
ভয়ে প্রথমে কিছু বলতে না পারলেও পরবর্তীতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। এরপরই অভিযোগের ভিত্তিতে পুলিশ রনির বাবা সহ আরো দু’জনকে গ্রেপ্তার করেছেন। আর শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর পুলিশ অভিযুক্ত রনিকে গ্রেপ্তার কর্তে সক্ষম হয়েছেন।