নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ সম্প্রতি কর্ণাটকের উদুপির একটি সরকারী কলেজে হিজাব বিতর্কে নিয়ে হাইকোর্ট অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়ে জানিয়েছিল যে, আপাতত কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব সহ ধর্মীয় পোশাক পরে যাওয়া যাবে না। কিন্তু এর মধ্যেই আজ আবারও উত্তর কর্নাটকের বিজয়পুরার পিইউ নামের একটি সরকারী কলেজে হিজাব আন্দোলন শুরু হয়।
সূত্রের ভিত্তিতে জানা যায়, কয়েক জন ছাত্রী হিজাব ও বোরখা পরে কলেজে উপস্থিত হওয়ায় তাদের ক্লাস করতে দেওয়া হয়নি। এই নিয়েই কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকদের সাথে ছাত্রীরা বিতর্কে জড়িয়ে পড়ে। পরে শ্রেণিকক্ষের পাশে একটি জায়গায় বোরখা ও হিজাব খুলে আসার জন্য বলা হলে ছাত্রীরা তাতে অমত হওয়ায় ক্লাস থেকে বেরিয়ে যেতে বলা হয়।
এরপর পরিস্থিতি জটিল হয়ে আন্দোলনের আকার ধারণ করে। আন্দোলনরত ছাত্রীরা শ্লোগান তুলে জানান, ‘‘আমরা বিচার চাই’’। কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে জানায়, তারা আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশ পালন করছেন।
কিন্তু ওই ছাত্রীরা পালটা দাবী জানিয়ে বলে, “তারা কি পোশাক পরবেন সেটা তাদের ব্যক্তিগত পছন্দ এবং অধিকারের বিষয়। এছাড়া আগেও হিজাব ও বোরখা পরেই ক্লাস করেছেন। এই পোশাক যে পরে আসা যাবে না এই বিষয় কলেজ কোনো নির্দেশিকা জারি করেনি।”