অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বিধাননগর পুরকেন্দ্রের নির্বাচনে তৃণমূলের জয় জয়কার। কিন্তু এরই মধ্যে ছন্দে পতন ঘটিয়ে নির্দল প্রার্থীর কাছে ৩৯ টি আসনে জয়ী হওয়া তৃণমূলের একজন প্রার্থী হেরে গেছেন।
এদিন বিধাননগর পুরনিগমের নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মমতা মণ্ডল জয়ী হয়েছেন। মমতা মণ্ডল তৃণমূল প্রার্থীকে হারিয়ে প্রায় এক হাজারের বেশী ভোটে জয়ী হয়েছেন।
প্রসঙ্গত, এবার নির্বাচনে তিনি ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী পদে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের তরফ থেকে এর পরিবর্তে সালিমা বিবি মণ্ডল নামে একজনকে প্রার্থী করা হয়। এর ফলে মমতা মণ্ডল নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ান।
আর সেই প্রাক্তন দলকে পিছনে ফেলে মমতা মন্ডল এই পুরনিগমের নির্বাচনে জয়ী হয়েছেন। যদিও তাঁর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সেই সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।