অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতার জোড়াবাগান থানা এলাকার পি কে ঠাকুর স্ট্রিটে মল্লিকবাড়ি নামে একটি বাড়ির কাছের গলিতে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত হয়েছে এক কিশোর। আহত কিশোর হলো ১৩ বছর বয়সী সঞ্জীব শ্রীবাস্তব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণীর সঞ্জীব মা-দাদার সঙ্গে থাকে। মা এলাকার কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করেন। সঞ্জীবের এক দিন অন্তর একদিন স্কুল হওয়ায় বাড়িতেই থাকায় দুপুরবেলা গলিতে খেলতে গিয়েছিল। আর খেলতে খেলতে জঞ্জালের স্তূপের মধ্যে বল চলে যায়।
এর জেরে সঞ্জীব ওই জঞ্জালের স্তূপের মধ্যে বল খুঁজতে যায়। তখনই জঞ্জালের মধ্যে পড়ে থাকা একটি কৌটো হাতে লাগতেই সাথে সাথে ফেটে যায়। ফলে বিস্ফোরণের আঘাতে তার হাত পুড়ে যাওয়ার পাশাপাশি বুকে ও কপালেও যথেষ্ট আঘাত লাগায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে। এর পাশাপাশি ওই জঞ্জালের স্তূপের ভেতর বোমাটি কিভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এলাকায় বোমা ফাটার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়।