নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদা মেডিকেল কলেজের ছ’তলা থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো ১ জন শিশুর। এই ঘটনায় হাসপাতাল জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত শিশুটি ৮ বছর বয়সী হরসিৎ সিং। এই শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, বিহারের কাটিহারের বাসিন্দা বলবীর সিং ছেলে হরসিৎ ও তার পরিবারকে নিয়ে মালদার বুড়াবুড়িতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। মেডিকেল কলেজের সামনে ছোট্ট একটি অস্থায়ী ঝালমুড়ির দোকান রয়েছে। আজ হরসিৎ বলবীরবাবুর সাথে দোকানে এসেছিল।
এরপর হরসিৎ অভিভাবকদের অলক্ষ্যেই মেডিকেল কলেজের আউটডোর থেকে ছয় তলায় উঠে যায়। তারপর খেলার ছলে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে যায়।
এরপরেই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এলাকার পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃত শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় যে, এদিন ঝড়-বৃষ্টির কারণে সকাল থেকেই আউটডোরে রোগীদের ভিড় না থাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গেছে। ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলবীরের পরিবারে।