৫ ই ফেব্রুয়ারী বিশ্বের দ্বিতীয় উচ্চতম উপবিষ্ট মূর্তি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ আগামীকাল ৫ ই ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাদশ শতাব্দীর সমাজ সংস্কারক ও দার্শনিক সন্ত শ্রী রামানুজাচার্যের হাজারতম জন্মবার্ষিকীতে ২১৬ ফুট উঁচু মূর্তির উদ্বোধন করতে হায়দরাবাদে যাচ্ছেন। এই সুউচ্চ মূর্তির নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অব ইক্যুয়ালিটি’।

সন্ত শ্রী রামানুজাচার্যের সাম্যের বাণীতেই জীবন দর্শনকে তুলে ধরেছেন। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে ১২ দিনের যে সহস্রাব্দ সমারোহের আয়োজন করা হয়েছে, তার অঙ্গ হিসেবে এই মূর্তির উদ্বোধন করা হবে। সন্ত শ্রী রামানুজাচার্যের মূর্তি তেলঙ্গনার হায়দরাবাদের নিকটস্থ সামশাবাদে ৪৫ একর জমির উপর স্থাপন করা হয়েছে।


৫৪ ফুট উচ্চতা বিশিষ্ট ‘ভদ্রা বেদী’ ভবনের উপর স্ট্যাচু অব ইক্যুয়ালিটি বসানো হয়েছে। এই ভবনের একটি তলে থিয়েটার, ভারতীয় প্রাচীন গ্রন্থ সংগ্রহালয়, বৈদিক ডিজিটাল গ্রন্থাগার এবং গবেষণাকেন্দ্র সহ শ্রী রামানুজাচার্যের জীবন ও কর্ম সম্পর্কিত শিক্ষামূলক গ্যালারী রয়েছে।


পঞ্চলোহা অর্থাৎ সোনা, রুপো, তামা, দস্তা এবং পিতল দিয়ে তৈরি হয়েছে সন্ত রামানুজাচার্যের মূর্তি। এটি বসা অবস্থায় বিশ্বের দ্বিতীয় উচ্চতম মূর্তি হতে চলেছে। শ্রী রামানুজাচার্যের আশ্রমের শ্রী চিন্না জিয়ার স্বামী এই মূর্তি গড়ার পরিকল্পনা করেন।


আগামীকাল দুপুরবেলা নরেন্দ্র মোদী পতনচেরুভুতে ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি-এরিড ট্রপিক্সের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বিকেলবেলা স্ট্যাচু অব ইক্যুয়ালিটি আবরণ উন্মোচন করবেন। এই অনুষ্ঠানে শ্রী রামানুজাচার্যের জীবনাদর্শ নিয়ে একটি থ্রিডি উপস্থাপনা থাকবে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031