নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই আজ থেকে বিদ্যালয়গুলিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী অবধি ক্লাস শুরুর পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও ক্লাস শুরু হয়।
কিন্তু আজ কলেজ শুরু হতেই হাওড়ার বেলুড়ের লালবাবা কলেজে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়। যেখানে ছাত্রীদের মধ্যেও ব্যাপক মারধর শুরু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
জানা গিয়েছে, এদিন দুপুরবেলা কলেজে আসার পর সরস্বতী পুজো করা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। আর সেই বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায়। শেষমেশ পরিস্থিতি এতোটাই লাগাম ছাড়িয়ে যায় যে ক্লেজ ছাত্রীরাও বেধড়ক মারামারিতে জড়িয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ আনেন। যদিও এই ঘটনায় দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। কলেজ শুরুর প্রথম দিনই এই কলেজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরী হয়।
Sponsored Ads
Display Your Ads Here