ব্যুরো নিউজঃ অস্ট্রেলিয়াঃ গোটা বিশ্বের মাছের মধ্যে সবচেয়ে বয়স্ক মাছ আজও জীবিত। ১৯৩৮ সালে মাছটি অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোর জাদুঘরের অ্যাকোয়ারিয়ামে আনা হয়েছিল। এই মাছটির নাম দেওয়া হয়েছে মেথুসেলাহ। এটি অস্ট্রেলীয় প্রজাতির।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এই মাছটির বয়স ৯০ বছর। লম্বায় ৪ ফুট। ওজন ১৮ কেজির বেশি। এই মাছটির বিশেষত্ব এটাই যে, এর ফুসফুস ও ফুলকো দুটিই রয়েছে, যা লাংফিশ নামে পরিচিত। কিন্তু এই মাছটি বিলুপ্তির মুখে। ক্যালিফোর্নিয়ার ওই অ্যাকাডেমিতে এই প্রজাতির আরো দুটি মাছ রয়েছে।
‘ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সে’র জীববিজ্ঞানী অ্যালান জান বলেন, “২০১৭ সাল পর্যন্ত শিকাগোর শেড অ্যাকোয়ারিয়ামে গ্রান্ডড্যাড নামের একটি মাছ। যার বয়স ৯৫ বছর। তবে এই মাছটি মারা যাওয়ার পর মূলত মেথুসেলাহ সবচেয়ে বয়সী মাছের জায়গাটি অর্জন করে।
মনে করা হচ্ছে, মেথুসেলাহ একটি স্ত্রী লিঙ্গের মাছ। যদিও কখনো লিঙ্গ পরীক্ষা করা হয়নি। কারণ এই মাছটির শরীর থেকে রক্ত নেওয়া ঝুঁকিপূর্ণ। এই মাছ কেঁচো, আঙুর, চিংড়ি, ব্লুবেরি ও অন্যান্য মাছ খায়।”