নিজস্ব স্নবাদ্দাতাঃ নয়া দিল্লিঃ নদীয়ার চাপড়া থানার বহিরগাছি এলাকায় ১১ টি পথ কুকুরকে কীটনাশক খাইয়ে মেরে ফেলার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজ সকালবেলা এলাকার ঝোপ-ঝাড়ের মধ্যে বেশ কয়েকটি কুকুরের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখা গেল। এর মধ্যে কয়েক জনের গায়ে গভীর ক্ষত আছে। বেশীরভাগেরই মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহিরগাছি এলাকায় কুকুরের সংখ্যা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকক্ষেত্রেই পাড়ার বাইরের কেউ কোনো কাজে এলে কুকুর তাড়া করত। আর এলাকার বাসিন্দাদের মধ্যেও একটা ভয় কাজ করছিল। এছাড়া কিছুদিন আগে ওই এলাকায় একটি শিশুকে একটি কুকুর কামড়ে দেয়।