নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডিজিটাল ইন্ডিয়ায় এবার ডিজিটাল বিশ্বিবিদ্যালয় তৈরীর ঘোষণা করলেন। যেখানে শিক্ষকদের ডিজিটাল পদ্ধতিতে পড়ানোর প্রশিক্ষণও দেওয়া হতে পারে। এর জন্য প্রয়োজনীয় সামগ্রীও দেওয়া হবে।
গত দু’বছর থেকে পড়ুয়ারা করোনা পরিস্থিতির জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে নিজেদের ক্লাস করছে। অর্থাৎ শিশু থেকে শিক্ষার্থী সকলে অনলাইন লেখাপড়ায় অভ্যস্ত হয়ে উঠেছে। ফলে আগামী দিনে ভার্চুয়ালের মাধ্যমে শিক্ষার অগ্রগতির জন্য একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
নির্মলা সীতারামন এও জানান, ‘‘প্রধানমন্ত্রী ই-বিদ্যা নামের প্রকল্পের মাধ্যমে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদা দুই শতাধিক টিভি চ্যানেল তৈরী করা হবে। যা দেশের বিভিন্ন প্রান্তে থাকা বিভিন্ন ভাষার পড়ুয়াদের লেখাপড়ায় অত্যন্ত সাহায্য করবে।
Sponsored Ads
Display Your Ads Here
শিক্ষা ক্ষেত্রের আরো উন্নয়নের লক্ষ্যে দেশে দু’লক্ষ অঙ্গনওয়ারি কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া এই মহামারী ছোটো-বড়ো সকলেরই মানসিক ক্ষেত্রে একটা প্রভাব ফেলেছে। তাই এর মোকাবিলায় ডিজিটাল হেলথ ইকোসিস্টেম গড়ে তোলা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here