নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ কোভিডের মতো অতিমারী পরিস্থিতিতে মাস্ক পরা বাধ্যতামূলক। এবার এই মাস্ক পরা নিয়েই এক কাণ্ড ঘটালেন মধ্যপ্রদেশের ভোপালের এক ব্যক্তি। আর এই ঘটনাটি ভাইরাল হতেই নেটদুনিয়ায় সকলে রীতিমতো হতবাক।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, আশ্চর্যকর কৃতী করা ওই ব্যক্তি হলেন খেলাবন সিংহ রাঠৌর। খেলাবন সিংহ রাঠৌর মাস্ক না পরে রাস্তায় বেরোতেই মাস্ক না পরার কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, ‘‘যখন নিজের মুখই মাস্ক তখন আলাদা করে মাস্কের কি কোনো প্রয়োজন আছে?’’
আর এই কথা শেষ হতে না হতেই নিজের থুতনি নাক অবধি তুলে এমন ভাবে ঢেকে দেন যা দেখে প্রশ্ন কর্তা একেবারে বাকরুদ্ধ। ওই ব্যক্তির এ হেন কাণ্ড দেখে অনেকেই আবার বলেছেন যে, ‘‘এটা ভারত, এখানে সব কিছুই সম্ভব।’’