নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ নিউ দিঘার একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। তাই প্রাণ বাঁচাতে অসংখ্য পর্যটক কার্নিশ থেকে নীচে ঝাঁপ দেন। এছাড়াও একাধিক পর্যটক হোটেলের ঘরে আটকে আছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
জানা গিয়েছে যে, এদিন বেলা প্রায় ১১ টা ১৫ মিনিট নাগাদ হোটেলের দোতলায় সিঁড়ির লবি থেকে আগুন বের হতে দেখা যায়। আর চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরপর তা দেখা মাত্রই দ্রুত হোটেলের কর্মীরা হোটেল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অন্যদিকে দোতলায় থাকা কয়েকজন পর্যটক রেলিং টপকে কোনো ক্রমে নীচে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে রামনগর থেকে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দিঘা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়।
Sponsored Ads
Display Your Ads Here
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমাম যে, ওই হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল। ফলে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগে থাকতে পারে। তবে গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here