নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ রেল পুলিশের তৎপরতায় বর্ধমান স্টেশনে আসা ডাউন দানাপুর এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে প্রচুর সংখ্যক টিয়াপাখি উদ্ধার করা হলো। জানা যাচ্ছে যে, এই টিয়া পাখিগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহবশত রেল পুলিশ ট্রেনের ওই কামরা থেকে এক ব্যক্তির ব্যাগ খুলে তল্লাশি চালানোর সময় ওই টিয়া পাখিগুলির সন্ধান পায়। মোট ২২৭ টি টিয়াপাখি ব্যাগবন্দি করে পাটনা থেকে বর্ধমানের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।
পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে বর্ধমান শহরের আলুডাঙা এলাকার বাসিন্দা ইকবাল খান নামে এক ব্যক্তিকে তৎক্ষনাৎ গ্রেফতার করা হয়। আর উদ্ধার হওয়া টিয়া পাখিগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
এই প্রসঙ্গে বর্ধমান রেঞ্জের বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, ‘‘আরপিএফ ২২৭ টি টিয়া পাখি উদ্ধার করে অভিযুক্ত ইকবালকে আদালতে পেশ করে। এরপর আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া পাখিগুলি ছেড়ে দেওয়া হয়।’’