পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ এবার দক্ষিণ চব্বিশ পরগণার সাগর দ্বীপের বিষ্ণুপুরে ব্যান্ড বাজিয়ে মৃতদেহ অন্তিম যাত্রায় নিয়ে যাওয়া হলো। যা দেখে একেবারে হতভম্ভ সমগ্র এলাকাবাসী।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে অসুস্থ থাকার পর বিষ্ণুপুরের বাসিন্দা বনলতা খাটুয়ার মারা গিয়েছেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ১১৩ বছর। বনলতা দেবীর ইচ্ছা ছিল, ‘মৃত্যুর পর যেন ধুমধাম করে শ্মশানে দেহ নিয়ে যাওয়া হয়’। আর সেই ইচ্ছা পূরণ করতেই ব্যান্ডের বাজনায় বেজে উঠেছে ‘আমি হেলেদুলে যাব শ্মশানঘাটে’।
এই অন্তিমযাত্রায় ছেলে-মেয়ে, নাতি-নাতনি সহ নাতি-নাতনির পরের প্রজন্মও অংশ নিয়েছিল। আর এই বাজনার তালে অনেকেই উদ্দাম নাচানাচি শুরু করেছিল। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই জোর আলোচনা শুরু হয়।