চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতার আলিপুর চিড়িয়াখানায় ঠিকা শ্রমিকদের সংগঠনের দখল নিয়ে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লো।
জানা যাচ্ছে, চিড়িয়াখানার মূল গেটের সামনেই ইউনিয়ন রুম। এতদিন চিড়িয়াখানার ইউনিয়ন রুম বিজেপির দখলে ছিল। আজ সকালবেলা ইউনিয়ন তৃণমূল দখল করেছে। তৃণমূল কর্মীরা দলীয় পতাকা হাতেই পাঁচিলের ওপর উঠে চিড়িয়াখানার ইউনিয়ন রুমের সামনে বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে শ্লোগান দেওয়া হয়। বিজেপি কর্মী-সমর্থকরা এই খবর পেয়ে ঘটনাস্থলে আসে।
একজন বিক্ষোভকারী তৃণমূল নেতা বলেন, “দীর্ঘদিন থেকে আমরা অবহেলিত। এখানে বিজেপির যে ইউনিয়ন রয়েছে, তারা যেমন সিকিউরিটি গার্ডের ওপর অত্যাচার করে তেমনই বিভিন্ন ভাবে আমাদেরকেও পদদলিত করা হয়। আমরা এখানে কনট্রাকচ্যুয়াল বনদপ্তরের স্টাফ। আমরা সবাই মিলে নতুন ইউনিট স্থাপন করলাম। আমরা আশা রাখব, যারা বিপথে গিয়ে গুন্ডার সাথে হাত মিলিয়েছেন, তারাও ফিরে আসুক।”
বিজেপি নেতা রাকেশ সিং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন, “আচমকা তৃণমূল কর্মী-সমর্থকরা আলিপুর চিড়িয়াখানার গেট ভেঙে ভেতরে ঢুকে মহিলা কর্মীদের মারধর শুরু করেন। এই ঘটনার সঠিক বিচার চাইতে প্রয়োজনে হাইকোর্ট পর্যন্ত যাব।”
এই ঘটনায় ৫ থেকে ৬ জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি এই ধুন্ধুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে আস্তে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।