অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গত শনিবার বেলেঘাটায় এক মহিলা আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ওই দিনই বেলেঘাটা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চার জনকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যাবেলা সওয়া ৭ টা নাগাদ চার জনের একটি ডাকাত দল আবাসনের তিন তলায় থাকা আইনজীবীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে। তখন বাড়িতে মা-বাবা, মেয়ে ও ভাই ছিলেন।
এরপর আইনজীবীর বাবা এবং ভাইকে বন্দুকের বাট দিয়ে মারধর করায় হাতে ও মাথায় চোট লাগে। এদিকে আইনজীবীর মাকে একটি ঘরে আটকে রাখা হয়। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। প্রায় আধ ঘণ্টা ধরে ডাকাতরা নগদ ১ লক্ষ টাকা সহ গয়না লুঠ করে পালিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা আইনজীবীকে ফোন করে বিষয়টি জানাতেই ওই আইনজীবী সম্মেলন মাঝপথে ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন। তারপর পুলিশের কাছে খবর দেওয়া হয়। লালবাজার থানার পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছায়।
শেষমেশ পুলিশের একটি দল ওই চার জন দুষ্কৃতীকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ধৃতেরা হল সাদির হুসেন, সুরজ বর্মন, সতীশ কুমার সাউ এবং রূপ বাহাদুর মাগার। এই ঘটনার সঙ্গে অন্য কোনো চক্রের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।