ব্যুরো নিউজঃ ব্রিটেনঃ শুনে অবাক হলেও এটাই সত্যি। ব্রিটেনের ইউনিভার্সিটি অব এক্সেটারের একজন শিক্ষিকাকে খুব জোরে কথা বলার জন্য চাকরী থেকে বরখাস্ত করা হয়। পাশাপাশি এই বিষয়ে অভিযোগ করার পর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ১ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি টাকা) ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, প্রায় ৩০ বছর থেকে অ্যানেট প্লাউট নামে ওই শিক্ষিকা ইউনিভার্সিটি অব এক্সেটারের পদার্থবিদ্যা বিভাগে পড়াচ্ছিলেন। কিন্তু অ্যানেটের উচ্চ কণ্ঠস্বরের জন্য হঠাৎ করে বরখাস্ত করে দেওয়া হয়।
অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে দাবী করা হয় যে, “গবেষণা-স্তরের দু’জন ছাত্রের সাথে খারাপ ব্যবহার করার জন্যই বরখাস্ত করা হয়। বরখাস্ত করার সাথে জাতি, যোগ্যতা বা লিঙ্গের কোনোরকম সম্পর্ক ছিল না”।
৫৯ বছর বয়সী অ্যানেট জানিয়েছেন যে, “মধ্য-ইউরোপীয় ইহুদি হওয়ার কারণে স্বাভাবিক ভাবেই উচ্চ কণ্ঠস্বর। আর এই কারণেই তাকে বরখাস্ত করা হয়। তবে যখন নিউ ইয়র্ক ও জার্মানিতে থাকতেন এবং কাজ করতেন তখন উচ্চগ্রামের স্বরের জন্য কারোর কোনো সমস্যা ছিল না।”।
এই ঘটনার পর অ্যানেট আদালতের দ্বারস্থ হলে বিচারকরা অ্যানেটের পক্ষেই রায় দেন। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় যে, অ্যানেটকে পুনর্নিয়োগ করতে হবে। এর সাথে সাথে ১ লক্ষ ইউরো ক্ষতিপূরণও দিতে হবে।