মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ায় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলে কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তৃণমূল নেতাকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, ভাটপাড়ায় তৃণমূলের কনভেনার অসীম রায়। এদিন সকালবেলা অসীমবাবু বাড়ি থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য টোটো ধরতে বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। সেই সময় দু’টি সাইকেল নিয়ে তিন জন যুবক বন্দুক হাতে এসে অসীমবাবুকে লক্ষ্য করে গুলি চালাতে গেলে তিনি বুঝতে পেরে তিন জন যুবককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই দু’জন সাইকেল থেকে পড়ে যান।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর অসীমবাবু দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় ওই তিন জন যুবক পিছন থেকে ধাওয়া করে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। তারপর অসীমবাবু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকাবাসীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অনান্য দলীয় কর্মীরাও খবর পেয়ে চলে আসেন। তবে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
অসীমবাবু জানান, “এখান থেকে আমি বিজেপিকে উৎখাত করেছি। তাই অনেক দিন ধরেই আমার ওপর বিজেপির রাগ রয়েছে। সেই রাগ থেকেই ওই দুষ্কৃতীরা পিছন থেকে এসে হামলা করে”।
Sponsored Ads
Display Your Ads Here
তৃণমূলের অপর কর্মীরা বলেন, “এখানে অসীমদা পরিচিত লোক। বিভিন্ন সমাজসেবা মূলক কাজে যুক্ত থাকেন। আজকে তার ওপর যে গুলি চালানো হয়েছে সেই গুলির খোল ভাটপাড়া থানার পুলিশের কাছে জমা করে অভিযোগ দায়ের করা হয়েছে”।
ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এছাড়া এলাকা থেকে একটি সাইকেলও উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো অবধি এই ঘটনায় বিজেপির তরফ থেকে কোনোরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ধরণের ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।