নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর আরামবাগের কালীপুর এলাকার একটি শৌচাগারের ভিতর থেকে আজ পাঁচ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত ওই শিশুটির নাম শেখ ফায়াজ আলি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালবেলা ফায়াজ বাড়ির আশপাশেই খেলা করছিল। কিন্তু হঠাৎ করে তাকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করা হয়। এরপর বাড়ি থেকে ১০০ মিটার দূরে অবস্থিত ওই শৌচাগারের ভিতর থেকে ফায়াজের দেহ উদ্ধার করা হয়। আর তখনও মুখ দিয়ে শব্দ করছিল।
Sponsored Ads
Display Your Ads Hereতারপর ফায়াজকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপরেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ উঠছে যে ফায়াজকে গলা টিপে খুন করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereআরামবাগ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। জানা গিয়েছে, ফায়াজের বাবা মহব্বত স্থানীয় তৃণমূলের নেতা হিসাবে পরিচিত। তাই রাজনৈতিক শত্রুতা থেকেই কি এই খুন না এই খুনের পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা জানতে ইতিমধ্যে পুলিশী তদন্ত শুরু করা হয়েছে।