অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা সিঁথির রামলীলা বাগানের একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগে একাধিক ঝুপড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেলো। এছাড়া ঝলসে গিয়ে মৃত্যু হলো বেশ কয়েকটি কুকুরছানার।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে এলাকাবাসীরা একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। আর মুহূর্তের মধ্যেই এই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলেও প্রাথমিক ভাবে এলাকাবাসীরাই পাশের একটি পাতকুয়ো থেকে জল এনে আগুন নেভানোর কাজে হাত লাগান। তারপর দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, “দমকল দেরীতে আসায় আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছে আর এলাকার কিছু যুবক আগুন নেভানোর কাজে হাত না লাগালে পুরো বস্তিটাই ভস্মীভূত হয়ে যেত। তবে আগুন লাগার প্রকৃত কারণ না জানা গেলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটেছে”।
প্রচণ্ড ঠাণ্ডায় ঝুপড়িগুলি পুড়ে যাওয়ায় পরিবারগুলি একেবারে অসহায় হয়ে পড়েছে। সব হারিয়ে এখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। শীতের রাতে খোলা আকাশের নীচে অসহায় পরিবারগুলি রাত কাটাবেন কিভাবে তা নিয়ে পরিবারগুলি যথেষ্ট চিন্তিত।