নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ ৫০ নয় ৫০ শতাংশ নিমন্ত্রিত ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান করার দাবীতে উত্তর দিনাজপুরের ক্যাটারার্স অ্যাসোসিয়েশন রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সহ ঘড়িমোড়ে পথ অবরোধ করলেন। বিবাহ, অন্নপ্রাশন ও বিভিন্ন অনুষ্ঠানে সরকারী বিধিনিষেধের প্রতিবাদে এই আন্দোলন চালানো হলো।
রাজ্য সরকার মহামারী করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কড়া বিধিনিষেধ জারি করেছে যে বিবাহ অন্নপ্রাশন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশী অতিথি নিয়ে অনুষ্ঠান করা যাবে না। কিন্তু রাজ্য সরকারের এই বিধিনিষেধের ফলে রায়গঞ্জের ক্যাটারিং ব্যবসায়ীরা ব্যবসায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
তাই এদিন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ক্যাটারার্স অ্যাসোসিয়েশন রায়গঞ্জ শহরের এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে পথসভা করার পাশাপাশি ঘড়িমোড়ে পথ অবরোধ আন্দোলনেও সামিল হন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রথমে এই বিক্ষোভ মিছিল রায়গঞ্জ শহরের ঘড়িমোড় থেকে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। এরপর ঘড়িমোড়ে পথসভা করার পর নেতাজী সুভাষ রোড অবরোধ করে আন্দোলন করেন।
Sponsored Ads
Display Your Ads Here
ক্যাটারিং ব্যবসায়ীদের দাবী যে, “রাজ্য সরকার অনুষ্ঠানে নিমন্ত্রিতদের নিয়ে যে বিধিনিষেধ জারি করেছে তা লাঘব করতে হবে। অনুষ্ঠানগুলিতে ৫০ জন নয় অনুষ্ঠান ভবনগুলির ক্যাপাসিটি অনুযায়ী ৫০ শতাংশ করার অনুমতি দিতে হবে”। এই বিষয় নিয়ে উত্তর দিনাজপুর ক্যাটারার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা দেবে বলে জানা গিয়েছে।