নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আচমকা এক যুবক দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করল। এদিকে সেতু থেকে যুবককে ঝাঁপ মারতে দেখেই গঙ্গায় টহলদারী দেওয়া পুলিশের ‘নিউ আবাদ’ নামে একটি লঞ্চ এসে যুবককে উদ্ধার করে। এরপর হাওড়া সিটি পুলিশের কিরণ অ্যাম্বুল্যান্সে করে ওই যুবককে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অসমের বাসিন্দা ওই যুবকের নাম বিকাশ বিশ্বাস। বয়স ২৮ বছর। যদিও বিকাশ গঙ্গায় পড়ার বদলে গঙ্গার পাড়ে পড়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, সে মানসিক অবসাদ থেকেই এই কাণ্ডটি ঘটিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে সেতু থেকে পাড়ে পড়ে যাওয়ায় আঘাত যথেষ্ট গুরুতর হওয়ার জেরে বর্তমানে হাওড়া জেলা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। তবে আপাতত পুলিশ বিকাশের পরিবারের সাথে যোগাযোগ করে মানসিক অবসাদের কারণ জানার চেষ্টা করছে।
Sponsored Ads
Display Your Ads Here