নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডের মহাকালপল্লি এলাকায় একটি অক্সিজেন সিলিন্ডারের কারখানায় একের পর এক অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ ঘটে কারখানায় ভয়াবহ আগুন লাগে। অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণের কারণে সমগ্র এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে।
সেই আগুনের কুণ্ডলীকৃত ধোঁয়া দেখে এলাকার বাসিন্দারা ছুটে এসে প্রথমে নিজেরাই কারখানায় জল দিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন। পাশাপাশি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। দমকল আধিকারিকরা খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে। পরে দমকলের আরো একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়।
দমকল আধিকারিকরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছে যে, কারখানায় দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
অবশ্য এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এলাকার বিধায়ক শঙ্কর ঘোষ অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান। যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।