নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ করোনা সংক্রমণের তৃতীয় তালিকায় থাকা দিল্লিতে করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। তাই করোনা সংক্রমণে আরো কিছুটা রাশ টানতে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তরফে ঘোষণা করা হয় যে, আজ থেকে জরুরী পরিষেবার সাথে যুক্ত অফিসগুলি বাদ দিয়ে আপাতত সমস্ত বেসরকারী অফিসগুলি বন্ধ রাখা হবে।
দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি নির্দেশিকা জারি করে বলেছে, দিল্লির সমস্ত প্রাইভেট অফিস, বার এবং রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের সমস্ত অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে রেস্তোরাঁ থেকে খাবার সরবরাহ ও টেকওয়ে সুবিধা পাওয়া যাবে। শুধুমাত্র জরুরী পরিষেবা প্রদানকারী অফিসগুলি খোলা হবে।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ১৬৬ জন। মৃতের সংখ্যা ১৭ জন। এর পাশাপাশি পজিটিভি রেটও বেড়ে ২৫ শতাংশ হয়েছে। সব মিলিয়ে দিল্লিতে করোনা সংক্রমণের সংখ্যা ১৫ লক্ষ ৬৮ হাজার ৮৯৬ জন। করোনার সাথে সাথে ওমিক্রনও দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে।