অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ নতুন করে আবার নবান্নের তরফ থেকে ৫০ শতাংশ আসন খালি রেখে সেলুন ও বিউটি পার্লারগুলি খোলা রাখার কথা বলা হয়েছে। নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দিষ্ট সময় অর্থাৎ রাত ১০ টা অবধি সেলুন এবং বিউটি পার্লার খোলা রাখা যাবে।
তবে এক্ষেত্রে ৫০ শতাংশ গ্রাহক নিয়ে সেলুন ও বিউটি পার্লার চালু রাখা যাবে। সেলুন এবং বিউটি পার্লারে একসাথে অনেক লোকের জমায়েত করা যাবে না। আর যারা সেলুন ও বিউটি পার্লারের কর্মী থাকবেন তাদের সকলকে ভ্যাক্সিনের দুই ডোজ়ই নিতে হবে। নিয়মিত সময়ের ব্যবধানে সেলুন এবং বিউটি পার্লার স্যানিটাইজ করতে হবে।
এদিন রাজ্য সরকার নিয়মের কিছুটা পরিবর্তন করে কয়েকটা ক্ষেত্রে খানিকটা ছাড় দেওয়া হল। যেখানে রাত ১০ টা পর্যন্ত বার ও রেস্তোরাঁ ৫০ শতাংশ কর্মী এবং গ্রাহক নিয়ে খোলা থাকবে।
প্রসঙ্গত স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের স্নখ্যা ১৮ হাজার ২১৩ জন। কেবলমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা প্রায় হাজার অতিক্রম করেছে অর্থাৎ ৭ হাজার ৪৮৪ জন।