রায়া দাসঃ কলকাতাঃ আগামীকাল শুক্রবার অর্থাৎ ৭ ই জানুয়ারী রাত ১০ টা থেকে মঙ্গলবার ১১ ই জানুয়ারী সকাল ৬ টা অবধি টানা চারদিন পার্কস্ট্রিট উড়ালপুলে সবরকম যানবাহন চলাচল বন্ধ থাকবে।
কলকাতা পুলিশ এবং হুগলি রিভার ব্রিজ কমিশন জানিয়েছে, উড়ালপুলে যানবাহন চলাচল বন্ধ রেখে উড়ালপুলের ভারবহন ক্ষমতার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। মূলত উড়ালপুলের রক্ষণাবেক্ষণের জন্য একটানা চারদিন উড়ালপুলে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে উড়ালপুল বন্ধ থাকলেও বিকল্প পথ হিসেবে জওহরলাল নেহরু রোড খুলে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, উত্তর ও দক্ষিণ কলকাতাগামী গাড়িগুলি জওহরলাল নেহরু রোড ধরে যাতায়াত করতে পারবে। যদিও সপ্তাহের শেষ এবং সপ্তাহের শুরু পর্যন্ত উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা পর্যালোচনা করার জন্য যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিত্যযাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে।