নিজস্ব সংবাদদাতাঃ জন্মুঃ জন্মুর কাটরার বৈষ্ণবদেবী মন্দিরের অদূরে একটি ঢালু এলাকায় পদপিষ্ট হয়ে মারা যান কমপক্ষে ১২ জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আহত হয়েছেন বহু মানুষ। আহতদের স্থানীয় নারায়ণী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাধারণত প্রতিবছর ৩১ শে ডিসেম্বর ও ১ লা জানুয়ারী প্রচুর ভক্তদের সমাগম হয়। বৈষ্ণবদেবীর মন্দিরে যাওয়ার জন্য কাটরা থেকে হেঁটে পাহাড়ি পথে প্রায় ১৪ থেকে ১৫ কিলোমিটার যেতে হয়। তবে ঘোড়া করেও যাওয়া যায়। খাদের দিকে রেলিং এবং জাল দিয়ে ঘেরা।
জানা গিয়েছে যে, মন্দির চত্বরে যত জন থাকতে পারেন তার চেয়ে অনেক মানুষ ভোররাতে জড়ো হয়েছিলেন। আর প্রচুর সংখ্যক ভক্ত জড়ো হওয়ার কারণে সেখান থেকে যাওয়ার কোনোরকম উপায় না থাকায় দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হতে হতে ধাক্কাধাক্কি শুরু হয়। তাতে অনেকে মাটিতে পড়েও যান।
প্রত্যক্ষদর্শীরা এই দুর্ঘটনার কারণকে মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের গাফিলতির কারণকেই দায়ী করছেন। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাহুল গান্ধী শোকপ্রকাশ করেছেন। এর পাশাপাশি নরেন্দ্র মোদী ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন।