অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কৈখালির একটি রঙের কারখানায় ভয়াবহ আগুন লাগে। কারখানায় প্রচুর রাসায়নিক পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে চারিদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
কারখানাটি বিমানবন্দর লাগোয়া হওয়ায় শীঘ্রই বিমানবন্দর কর্তৃপক্ষ এনডিআরএফকে খবর দেয়। পাশাপাশি অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর এনডিআরএফ সহ দমকল বাহিনীও ১৫ টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে।
তবে রঙের কারখানার কাছাকাছি হোসিয়ারী দ্রব্য তৈরীর কারখানা থাকায় আগুন নিয়ন্ত্রণে না এলে সেখানে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক অসুবিধা হবে। স্থানীয় বিধায়ক অদিতি মুন্সিও অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকায় উপস্থিত হয়েছেন।
অদিতি মুন্সি এই বিষয়ে জানান, ‘‘আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু পুরো নিয়ন্ত্রণে আসতে আরো কিছুটা সময় লাগবে। এলাকার মানুষ সহ দমকল আধিকারিকরাও চেষ্টা করছেন। রঙের কারখানার বিপুল ক্ষতি হয়েছে। এখনও অবধি হতাহতের কোনো খবর নেই’’।
তবে এই অগ্নিকাণ্ড কি কারণে ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও পুলিশ সমগ্র বিষয়টির তদন্ত শুরু করে দিয়েছে।