পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ এবার রক্ষকই ভক্ষকের ভূমিকায় নজরে এলো। গতকাল রাতেরবেলা কাশিপুর থানার কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে একটি মাল বোঝাই লরি আটকে রেখে তোলাবাজির অভিযোগ উঠলো। দক্ষিণ চব্বিশ পরগণার শোনপুর ব্রিজের কাছে ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ওই পুলিশ টর্চের আলো ফেলে লরি আটকাতে গেলে লরিচালক গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এরপর ওই পুলিশ কর্তা লরিটিকে ধাওয়া করে কাঠালিয়ায় আটক করে ঘুষ চাওয়া হয়। কিন্তু ঘুষ না দেওয়ায় লরি চালককে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যার জেরে ওই লরি চালকের হাতের আঙুল ভেঙে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here
লরিচালককে এভাবে মারধরের ঘটনায় স্থানীয় খালাসি, ড্রাইভার ও গাড়ি মালিকরা ক্ষোভে ফেটে পড়েন। তারা জানান, “এটা নতুন ঘটনা নয়। রোজ রাতের ঘটনা। এই রাস্তা দিয়ে গেলেই পুলিশ আটকাবে আর মোটা টাকা চাইবে। টাকা না দিলেই মারধর করা হয়”। কিন্তু কাশীপুর থানার পুলিশ এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

তারপর ৯১ নম্বর ভাঙড়-শ্যামবাজার রোডের উপর একের পর এক লরি আড়াআড়িভাবে রেখে এনে রাস্তা অবরোধ করে জানানো হয় যে, যতক্ষণ না কোনো উচ্চপদস্থ পুলিশ অধিকর্তা এসে এই ঘটনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন ততক্ষণ এভাবেই রাস্তা বন্ধ থাকবে।
