নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুকে কেন্দ্র করে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার এন্ড চাইল্ড হাবের প্রসূতি বিভাগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরবেলা ডাউকিমারি এলাকার বাসিন্দা মিঠুন দাসের স্ত্রী হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবী যে, রাতেরবেলা আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারকে সই করে সন্তানকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনাকে কেন্দ্র করে পরিবার দাবী করেন কি কারণে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। এরপর কিছুক্ষণ বাদে জানানো হয় সন্তান ভালো আছে। তবে দেড়-দুই ঘণ্টা পরে হাসপাতাল থেকে জানানো হয়েছে ওই শিশুর মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়তেই উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Sponsored Ads
Display Your Ads Here
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে, “অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে দেখা হবে”। অন্যদিকে মৃত শিশুর বাবা মিঠুন দাস বলেন যে, “আমার সন্তানের চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে। থানায় ও হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ করা হবে”।