নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ এবার শিলিগুড়ির পঞ্চানন কলোনী এলাকায় বিনামূল্যে উজ্বলা গ্যাস পাইয়ে দেওয়ার নাম করে ২০০ টাকার বিনিময়ে ফর্ম বিক্রি করতে গিয়ে এলাকাবাসীদের হাতে ধরা পড়লো একজন যুবক।
ওই যুবক এলাকায় এই ফর্ম বিক্রি করছিল। জানা গেছে, প্রায় ৫০০ জনের কাছ থেকে ২০০ টাকা করে নিয়ে ফর্ম বিক্রি করেছে। গতকাল ওই যুবক আবার আসলে এলাকার বাসিন্দারা ওই যুবককে ধরে ফেলে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
এরপরে ওই অভিযুক্ত যুবককে প্রধান নগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই প্রতারণার ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code