ব্যুরো নিউজঃ ইজরায়েলঃ সমগ্র বিশ্ব জুড়ে ওমিক্রনের উদ্বেগ ছড়িয়েছে। আর তাই ওমিক্রনের আবহের মধ্যেই ইজরায়েলে ৬০ বছরের ঊর্ধ্বে নাগরিকদের চতুর্থ ভ্যাক্সিনেশনের ঘোষণা করা হয়েছে। ইজরায়েল সরকারের স্বাস্থ্যমন্ত্রক নিযুক্ত বিশেষজ্ঞদের প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। গতকাল এখানে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হওয়ার সাথে সাথে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে, দু’সপ্তাহ আগে করোনা আক্রান্ত ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তির শরীরে একাধিক রোগ ছিল।
ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “বর্তমানে দেশে ৩৪০ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এই সংক্রমণ আটকাতে ইতিমধ্যেই অফিসে উপস্থিতির হার ৫০ শতাংশ করে দেওয়া হয়েছে।
পাশাপাশি ইটালি, কানাডা, জার্মানি, তুরস্ক ও আমেরিকার মতো দেশগুলি থেকে নাগরিকদের এই দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে”।