মিঠু রায়ঃ কলকাতাঃ গোটা বিশ্ব জুড়ে আবারও উদ্বেগ ছড়াচ্ছে ওমিক্রন। করোনাভাইরাসের ডেল্টা রূপের সংক্রমণে রোগীদের যে উপসর্গগুলি দেখা যায় ওমিক্রনের ক্ষেত্রে সেটা পুরোপুরি পৃথক।
ডেল্টার ক্ষেত্রে বেশ জ্বর আসে, বুকে খুব কফ জমে, ঘ্রাণশক্তি ও স্বাদগ্রহণের ক্ষমতা কমে যায়। কিন্তু ওমিক্রনের ক্ষেত্রে সর্দি লাগে, গলা ভেঙে যায়, গলায় খুব ব্যথা হয় এবং নাক বন্ধ হয়ে যায়। আবার ওমিক্রনে আক্রান্ত সকলের উপসর্গগুলিও একই রকমের হয় না। অনেকের ক্ষেত্রে উপসর্গগুলি পরিবর্তন হয়ে যায়।
দক্ষিণ আফ্রিকায় করোনা-সহ বিভিন্ন রোগের চিকিৎসা সহায়ক প্রতিষ্ঠান ‘ডিসকভারি হেলথের’ চিফ এগজিকিউটিভ অফিসার বিশেষজ্ঞ চিকিৎসক রায়ান নোয়াক জানান, ‘‘প্রথম দক্ষিণ আফ্রিকাতেই ওমিক্রন সংক্রমণের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। আর তা প্রথম দক্ষিণ আফ্রিকাতেই ভয়াবহ রূপ নেয়’’।
এছাড়া রায়ান বলেছেন, ‘‘আমরা দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনে আক্রান্ত বহু রোগী পরীক্ষা করে দেখেছি যে ডেল্টা সংক্রমণের উপসর্গগুলির চেয়ে ওমিক্রনের উপসর্গগুলির থেকে আলাদা। এমনকি ওমিক্রনে সংক্রমিত বিভিন্ন ব্যক্তির উপসর্গগুলিও একে অন্যের চেয়ে আলাদা’’।