নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার কালিয়াচক থানার রামনগর এলাকায় গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত গৃহবধূ ২৪ বছর বয়সী পূজা রজক। পরিবারে স্বামী মিঠুন রজক ও এক ছেলে রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত পাঁচ বছর আগে মিঠুন রজকের ইংরেজবাজার থানার মধু ঘাট এলাকার বাসিন্দা পূজার সাথে সামাজিক মতে বিয়ে হয়। বিয়ের পর থেকেই পূজার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা পণের দাবীতে মানসিক ও শারীরিক নির্যাতন করতো।
মাঝেমধ্যেই এই নিয়ে দুই পরিবারে মীমাংসার হয়। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। গতকাল রাতে পূজা নিজের পরিবারের সদস্যকে ফোন করে জানায় যে তাকে মারধর করা হচ্ছে। আজ সকালে পূজার পরিবারের লোকের কাছে খবর যায় পূজা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
কালিয়াচক থানার পুলিশ এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এরপর মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য আনা হয়। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক।
পরিবারের এক সদস্য জানান, “পূজার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে ঝুলিয়ে দিয়েছেন”। ইতিমধ্যে কালিয়াচক থানার পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে।
এর পাশাপাশি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।