নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের টিকমগড়ে ঘটে গেল এক ভয়ানক ঘটনা। জানা গেছে যে, স্বামী স্ত্রীকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করতে চাওয়ায় প্রচণ্ড রেগে গিয়ে স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলল।
এও জানা যায় যে, ২০১৯ সালে ওই দম্পতির বিয়ে হয়েছিল। কিন্তু ওই দম্পতির মধ্যে প্রায় প্রতিদিনই বিবাদ লেগেই থাকত। এরপর থেকে স্বামী-স্ত্রী দু’জনে আলাদা থাকতেন। যদিও বিষয়টি পরে ঠিকঠাক হয়ে যাওয়ায় ফের একসাথে থাকতে শুরু করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ৭ ই ডিসেম্বর ঘটেছিল। গত রবিবার এক ব্যক্তি টিকমগড় থানায় এসে জানান, “স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাওয়ায় স্ত্রী আচমকা এসে এই ঘটনা ঘটান”। ওই ঘটনার পর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি থাকায় ছাড়া পাওয়ার পর অভিযোগ দায়ের করতে এসেছেন।
পুলিশ ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ভাবে একটি মামলা দায়ের করে সমগ্র ঘটনাটি তদন্ত করে ভালোভাবে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।