মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার জগদ্দল থানা এলাকার শ্যামনগরের শান্তিগড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বধূ্র রক্তাক্ত দেহ জলাধার থেকে উদ্ধার হয়েছে। মৃতা ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা পুরকাইত।
মৃতার পরিবারের অভিযোগ, পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই প্রিয়াঙ্কার উপরে স্বামী আবীর পুরকাইত নির্যাতন করতেন। শান্তিগড়েই প্রিয়াঙ্কার মাসি মায়ারানী মণ্ডল থাকেন। প্রিয়াঙ্কার পরিবারের কাছ থেকে মায়ারানী জানতে পারেন যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর প্রিয়াঙ্কার খোঁজে আবীরদের বাড়িতে যান।
বাড়িতে গিয়ে দেখেন, প্রিয়াঙ্কা নেই। আর আবীর দাঁড়িয়ে আছে। ঘরের ভিতরে রক্তের দাগ আছে। এরমধ্যেই বাড়ির সিঁড়ির তলায় জলের একটি রিজ়ার্ভারের ভেতর থেকে প্রিয়াঙ্কার মৃতদেহ বের করে আনেন।
এদিন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই প্রতিবেশী ও পরিজনেরা আবীরের বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন। তারপর জগদ্দল থানার পুলিশ বাড়ি থেকে আবীরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এরপরে মৃতার পরিবারের সদস্যরা আবীরের ফাঁসির দাবী তুলে মৃতদেহ আটকে পুলিশের সামনে বিক্ষোভও দেখান।
অতঃপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এর পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তাছাড়া সমস্ত দিক খতিয়ে দেখে তবেই ব্যবস্থা নেওয়া হবে।