নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গাঁতলা গ্রামে পারিবারিক অশান্তির জেরে দুই কন্যাকে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন মা। গতকাল এই মর্মান্তিক ঘটনার সাক্ষী সমগ্র এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ বছর আগে নবগ্রাম থানার ঘোষপাড়া গ্রামের দিলবর ঘোষের সঙ্গে লক্ষ্মীর বিয়ে হয়। কিন্তু প্রায় দুই বছর ধরে লক্ষ্মীর সাথে দিলবরের অশান্তি চলছিল। ফলে লক্ষ্মী শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতেই থাকতে শুরু করেছিলেন। তবে গতকাল ২ বছর বয়সী ইতু ও ৫ বছর বয়সী চাঁদনিকে নিয়ে ২৩ বছর বয়সী লক্ষ্মী গায়ে আগুন দেন।
এই ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি এলাকার বাসিন্দারা ছুটে আসলে দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখা যায় ঘরের মধ্যে উপস্থিত থাকা মা সহ দুই মেয়ে তিন জনেই একেবারে জ্বলে গিয়েছে।
তারপর কান্দি থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি পুলিশের তরফে এই মৃত্যুর কারণ কি তা ভালোভাবে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।