নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ আজ আগরতলা সহ ত্রিপুরার ১৩ টি পুর অঞ্চলে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। তবে নির্বাচন প্রক্রিয়ায় শাসকদল অর্থাৎ বিজেপির বিরুদ্ধে বিরোধী দল তৃণমূল ও সিপিএম একাধিক অভিযোগ করেছে। ভোটারদের ভয় দেখানো, মারধর এবং ভোট দিতে না যেতে দেওয়ার মতো অভিযোগও উঠছে।
সিপিএম এবং ত্রিপুরা তৃণমূলের অফিসিয়াল টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে, আগরতলার ১৩ নম্বর ওয়ার্ডের একটি বুথে এক বৃদ্ধা ভোট দেওয়ার জন্য ইভিএম মেশিনের কাছে যাতেই মুখে মাস্ক পরা এক যুবক এগিয়ে গিয়ে উল্টো দিক থেকে হাত বাড়িয়ে ইভিএম মেশিনের বোতাম টিপলেন। এরপর ওই বৃদ্ধা কিছু না বলেই বেরিয়ে চলে গেলেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিছুক্ষণ পর অপর আরেক জন ভোটারের ভোট দেওয়ার সময়ও ওই যুবক ইভিএমের কাছে আসতেই ভোটারটি জানায়, ‘‘আপনি দাঁড়িয়ে থাকলে আমি ভোট দেব কী করে?’’
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি আগরতলার ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের ভোট দিতে যেতে দিচ্ছে না। আবার আগরতলার ৫১ নম্বর ওয়ার্ডে তৃণমূলে প্রার্থীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে। আহত প্রার্থীর ছবিও শেয়ার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর মধ্যে অনেক মহিলা ভোটাররা জানায়, “ভোট দিতে গিয়ে দেখি ভোট পড়ে গিয়েছে বলে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে”। সিপিএমের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে কিন্তু বিজেপির তরফ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।