অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল এক যুবক বাইক নিয়ে পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময়ে চার নম্বর ব্রিজের কাছে চিনা মাঞ্জার সুতোয় পুরোপুরি জড়িয়ে গিয়ে চোখে ও নাকে গুরুতর আঘাত পান। জানা যায় আহত যুবক নিউটাউনের বাসিন্দা সঞ্জয় হাওলাদার।
এরপর দ্রুত কর্তব্যরত কড়েয়া থানার পুলিশকর্মীরা সঞ্জয়কে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আপাতত তিনি সেখানেই চিকিৎসকদের তৎপরতায় চিকিৎসাধীন রয়েছেন।
সম্প্রতি মা উড়ালপুলেই চিনা মাঞ্জার সুতোয় এক মহিলা পুলিশকর্মী গুরুতর আহত হয়েছিলেন। বার বার এই ধরণের দুর্ঘটনা অত্যন্ত চিন্তাদায়ক হয়ে উঠেছে। তবে চিনা মাঞ্জা সুতোর এই ফাঁদ আটকাতে এই উড়ালপুল ঘিরে দেওয়ার (ফেন্সিং) বেশীর ভাগ কাজ শেষ হয়ে এসেছে।
পুলিশ আধিকারিকরা এই প্রসঙ্গে জানিয়েছেন যে, চিনা মাঞ্জার সুতোয় দুর্ঘটনা এড়াতে আশপাশের এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি দুর্ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ পালন করতে উড়ালপুলের উপরে পুলিশকর্মী মোতায়েন থাকছে।