আবদুল খালিকঃ বিহারঃ গতকাল ভোর রাতেরবেলা বিহারের লখিসরাই জেলায় ৩৩৩ নম্বর জাতীয় সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের কারণে মৃত্যু হলো সুশান্ত সিংহ রাজপুতের পরিবারের পাঁচ জনের। এমনকি দুর্ঘটনায় প্রাণ হারালেন ওই গাড়ির চালকও।
সূত্রের ভিত্তিতে জানা যায়, পাটনায় প্রয়াত অভিনেতার জামাইবাবু ওপি সিংহের বোন গীতা দেবীর সৎকার ছিল। বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে গেছে। কমপক্ষে ১০ জন ওই গাড়িতে ছিলেন। গাড়ির চালক সহ পরিবারের পাঁচ জন সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি চার জনকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লখিসরাই থানার পুলিশ এই মর্মান্তিক দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহগুলি লখিসরাই হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিন্তু ট্রাকের চালক ও সহকারী দুর্ঘটনাটির পরই ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
পুলিশ সূত্র অনুযায়ী মৃতরা হলেন গীতা দেবীর স্বামী লালজিৎ সিংহ আর বাকিরা হলেন অনিতা দেবী, সুনীতা দেবী, অমিত শঙ্কর, নেমানি সিংহ এবং গাড়ির চালক চেতন কুমার।